স্বাধীনতা বলতেই দেখি
ছলছল নদীদের পাংশুটে মুখ
পাশবিক উল্লাসে নারীর বস্ত্র হরণ
ইউটিউবে ছড়িয়ে দেয়া খিস্তি খেউর ।
স্বাধীনতা বলতেই চোখে ভাসে
মৃত্যুপূরীর উদম নৃত্য
শিক্ষাঙ্গনে লাশ হয়ে পড়ে থাকা আগামীর সম্ভাবনা
অকালেই বিপন্ন হয় ঝাটকা ইলিশ ।
স্বাধীনতা বলতেই দেখি-
বন্ধুত্বের আড়ালে প্রতিবেশির নিদারুন হেয়ালি
কাটাতারে ঝুলে থাকা ফেলানীর নিথর দেহ ,
ফাঁস হওয়া প্রশ্নের মত কোমল শিক্ষার্থীর ম্লাণ মুখ ।
স্বাধীনতা বলতেই দেখি
বৃদ্ধ নিবাসে গুমরিয়ে কেঁদে ওঠা
কোন এক স্বজনের অসহায় মুখ
ফুটপাতে পড়ে থাকা আমার আগামী ।
অথচ তোমাকে পাবার জন্য
হে প্রিয় স্বাধীনতা !
পদ্মা যমুনা ,মধুমতি-আত্রাইয়ের
প্রতিটি ঢেউ জেগেছিল রক্তমেখে -
আজো পথ চেয়ে থাকে , প্রতিক্ষার দিনগুণে
অযুত মতিউর ,হামিদুরের দুঃখিনী মাতা
সোনামুখি প্রিয় বোনটির অকাল বৈধব্য
কতিপয় নয় ; লক্ষ তারামন বিবিদের
ক্ষত বিক্ষত হয় নিস্পাপ মুখ ।
স্বাধীনতা বলতেই দেখি
সবুজের পোড়া মুখে একঝাঁক বিপন্ন প্রজাপতি
ফরমালিনে নীলহয় স্বদেশ আমার ।
তবুও স্বপ্ন দেখি, প্রতিটি সকালের মোহে
নির্জণে শিস দেয়া ভোরের দোয়েল
অযুত শাপলায় দুলে ওঠা বাংলার মুখ
সোঁদা মাটির গন্ধে মাখা আমার অস্তিত্ব-
আমি স্বাধীনতার সুখে ভাসি
ঢেউয়ে ঢেউয়ে ডেকে যাই
স্বাধীনতা ! আমার প্রিয় স্বাধীনতা ।