# #
জাগো তব ভাগ্যাহত
দেখ চেয়ে শুভ্র সমুজ্বল শান্তির পরশ এক
অবিরাম নামিতেছে ধরায় রাত্রিতে আজ
দরাজ হস্ত বিশ্বপতি করুনার আধার
খুলিছে কি দোর আসমানের !
কুড়োয় রহম বারিধারা সম আজ ভান্ডার
মুঠি মুঠি ঝরে করুনা তাহার অকৃপন
চেয়ে নাও আজ যার যেমন -।
সারাটি রাত্রী ঝরে করুনার যত বৃষ্টি
পাপি তাপী আজ ক্ষ্মমিতে তাহার দৃষ্টি
এসো তব আজ লোভিতে পরম ফিরদাউস
দু'হাত পাতো ; আচল ভরো ওরে বেহুশ !
জাগো অগনন ভাগ্যাহত , লোভিতে তোমার স্বপ্ন সাধ
নামিছে ধরায় বিশ্বপতির ভাগ্যলিখন পুন্য রাত।।