** **
সিমান্তের অতন্দ্র প্রহরির মত
দাঁড়িয়ে তোমার প্রতিক্ষায়
তুমি কবে আসবে বল ;
কতদিন হবে তোমার আসার সময় ?
ভালবাসার অথৈ সাগর আজ
শুকে শুকে পড়ে গেছে চর
সেখানে চলেনা প্রেমের জাহাজ
শুধু ফেলে নোঙর !
অফুরান্ত দোলন চাঁপা জুঁই চামেলি
হাসনাহেনা আর গন্ধরাজ
তোমার প্রতিক্ষার প্রহর গুনে
ঝরিয়েছে পাঁপড়ির ভাঁজ ।
তুমি কবে আসবে
এক সাগর শান্তির ঢেউ নিয়ে
কবে আসবে নিয়ে নিহারের উল্লাস
তোমার প্রতিক্ষায় কাদে দাঁড়িয়ে
পৃথিবীর চাষ-বাস ।
নির্ঘুম যায় সারাটি রাত্রি
স্বপ্নের ডালি সেজে
তোমার সিমানায় উঁকিমারি সদা
বারে বারে ডাকে কে যে !
সিমান্তের অতন্দ্র প্রহরির মত
প্রতিক্ষার গুনি প্রহর
তুমি আসবে দিগন্তজোড়া
ঊষার রাঙ্গা ভোর ।।