****
একটি প্রজাপতির পেছনে ঘুরি সারাটি দুপুর
অই প্রজাপতির হলদে ডানায়
আমার শৈশব করে ঝিলমিল
তাই চরকির মত ঘুরি তার পিছুপিছু-
শর্ষে ক্ষেত কিংবা কলাইয়ের নরম শাখায়
উড়ো উড়ি দিনমান শাপলার ঝিলে
তবুও নিরন্তর হেটে চলি পিছুপিছু তার
কেননা আমার শৈশব ঘুমায়
ঐ প্রজাপতির রংগীন ডানায়।
ছুইতে পারিনা আহা !
উড়ে উড়ে যায়
মেঘের আড়ালে বসে ডানা ঝাপটায় ;
আর আমি ছুটি তার পিছুপিছু
কেননা আমার ছেলাবেলা একটি কবিতা বুনে
ঐ প্রজাপতির হলদে ডানায়।
মাঠ থেকে মাঠে,মেঠো আইল পথে
কাচা ধানের গন্ধ শুকে
চোখে ছানি ধরে দেয়
অবারিত সবুজের কবিতা.........।
আমি রৌদ্রের গন্ধে দগ্ধ হই
একটি প্রজাপতির মায়ায়
কেননা আমার ছেলেবেলা খেলাকরে
একটি প্রজাপতির হলদে ডানায়।।