বালিকা তোমাকে দেব একগাছি সুখের চুড়ি
আসমুদ্র ঢেউয়ে ঢেউয়ে ভাসায়েও দিতে পারি ।
এনে দিতে পারি তোমায়-সপ্নের দখিনা হাওয়ার
ফুড়ফুড়ে পৃথিবীটাও ;
বিনিময়ে দাও যদি নিঃস্বার্থ হাসির চুমুক !
চোখ বুজে কাটিয়ে দিতে পারি নির্ঘুম রাতটাও -
রাতজাগা পাখিদের অভিসারী বসত ভিটায়
দাও যদি ঐ দু'টো হাতের পরশ ।
বালিকা তোমাকে দেব রাজ্যের সুখ এনে-
পাহাড়ের চূড়া থেকে এনে দেব একমুঠো রোদের ঝিলিক
খোঁপায় গুজেদেব একদলা প্রেমের কুসুম ;
দাও যদি তোমার ঐ নোনতা ঘামের ঘ্রাণ !
বালিকা তোমাকে দেব প্রজাপতির সাত রঙ
গজমতির হার আর একমুঠো নীল
প্রভাতের শুভ্রতা - একবুক ভালবাসা ;
যদি দাও দারুচিনি দ্বীপের ঐ হরিণী দু'চোখ- সুখে যার কথাকয় উঞ্চ পরশ !
বালিকা তোমাকে এনে দেব
একটি হিরের বিলাসী নৌকো,
তোমার নদীতে তারে দাড় বাইয়ে নিও
ঢেউয়ের ছ্লাৎ ছলাৎ আমাকে শুনিও ।।