তোমাকে দেখব বলে কালের খেয়ার পরে
কেটেগেছে কত দিন ; প্রতিক্ষার মেঘ
হলুদ পাখিটি উড়ে পুচ্ছ দুলে -
বন থেকে বনের গহীনে ; গভীর অরণ্যের নির্জন জলাধারে
মুছে গেছে গোধূলীর রুপ - রস যত
বাসন্তিরা আসে- যায় , মুকুলের কোলে
তোমার মতই বুঝি নদী পথ ভোলে ?
সুখের বিকেল গুলো ভাসে লোনাজলে ।
বিষণ্ণ বিকেল আজ নীল জোছনা
নীলখামে বিষে ভরা -কঁচি দেহখানা ,
আমার প্রজাপতি ডানামেলে না -
কবেই মরেছে সুখ - বিকেলের ডানা !!