****
আমার যেদিন ছুটি হবে
ডাকবেনা আর কেউ;
জীবন নামের নদীর বুকে
থামবে সকল ঢেউ !

ফুরিয়ে যাবে সকল কথা
পাখির কিচিমিচি
তবুও তো ভাই হাজার চাওয়ার
বায়না মিছেমিছি !!

হাজার কাজে ডুবে মরি
হরেক রকম সাধ
অলক্ষ্যতেই হাসছে বসে
মরণ নামের ফাঁদ !

রোজ বিহানে সূর্য উঠে
হরেক ফুলের মেলা
ছুটির ঘন্টা বাজবে যবে
সাঙ হবে খেলা।

মিছামিছি কেঁদে মরি
মিছেই বাঁধি ঘর
ছুটির দিনে আর সকলে-
হবে আমার পর।।