_______
নীল খামে লিখেছি চিঠি
রেখে দিও যতনে
তুমিতো আমারই আছো
শয়নে ও স্বপনে ।
!
আমার আকাশে তুমি
চাঁদ হয়ে থাকিও
নাইবা হলাম তারা
জ়োনাকিরে ডাকিও !
!
আমি মৌ তুমি মাছি
শিশিরের বিন্দু ;
আমি স্রোতহারা নদী
তুমি তব সিন্দু
!
তুমি যদি পাখি হও
আমি হব নীড়
তুমি ভোর
আমি তব ভোরের শিশির ।
!
তুমি যদি ফুল হও
আমি হব কুঁড়ি
তুমিই লাটাই ,সুতো
আমি তব ঘুড়ি

তুমি যদি নদী হও
আমি হব ঢেউ
পাথরের কান্নাটা
দেখে না যে কেউ
!
তুমিই আমার আকাশ
আমি গাং চিল
আমার পৃথিবী তুমি
আমিই ফসিল ।।