মায়াবি পর্দা ঠেলে যে যেতে চায়
বন্ধুর অমোঘ বাসরে –
যেতে দাও ; কে ফেরাবে তাকে-
মানুষের সাধ ও সাধ্যের কথাও তো বটে !
হয়তো ভাসবেনা সেই অভ্রভেদি চোখ
মানুষের কোলাহলে , কবিতার আসরে ,কুসমিত সংগীতে
মাটির টানে ।ভালবেসে গাঢ় সবুজের মুখ
মাটি আর নিসর্গের সাথে মাখা-মাখি প্রেম ।
তবুও কি ভোলা যায় ? ভেসে ওঠে সেই চেনা মুখ
সফলতার অবগাহনে-
বিন্বিত হয় –আহা !
ফেনিল ঢেউয়ের মত ।
হে মানুষ ! মৃত্তিকার সন্তান –
ভালবেসে প্রেম হও,প্রকৃতির মুখ হও
সবুজের ডানা হও ; পাখির কূজন হও
আর হও নদী – স্মৃতি হয়ে ফ্রেমে থাক , তব নিরবধি ।