** **
খুব মনে পড়ে তোমাকে,আর তোমার চাহনি সলজ
অপরাজিতার থেকে ধারনেয়া একমুঠো নীল
আজো সুরভী ছড়ায় –তোমার নীলখামে লেখা চিঠি,
ঠিক নুয়ে পড়া একমুঠো বৈকালিক রোদের ঘ্রাণ ।
মনে হয় কত জনম ধরে আছো ঠিক আমাতে মিশে
তবু খুঁজি ; খুঁজে চলি গহীনে গহন
আমার আকাশ আজ খুব বেশি নক্ষত্রহীন
হলুদ শরীরে জাগে স্মৃতির মিনার ।
কেন এমন হয় ? মনের গহীনে যেন কেহ কথাকয় !
তোমায় ভাবলে ভাবি প্রকৃতির মুখ-
নদীর মৃত্যুর কথা ,একঝাঁক বিপন্ন মাছের ডানা
আমাকে বিম্বিত করে টুপ টুপ জলের কোলাহল ............
আজ খুব বেশি মনে পড়ে তোমাকে ; ঠিক তোমাকেই
ফুল ছুঁয়ে দেখলে ভাবি তোমাকেই ছুঁই
বাতাসের পরশেও চমকে উঠি-
দু’ঠোঁটে খেলে যায় লাজুক হাসি –
আমায় জড়িয়ে থাকে তোমার পরশ
সুখের লোবান যেন গন্ধ বিলায় !
কেন এমন হয় স্মৃতির পতন –
তুমিও কি জ্বল ঠিক আমার মতন ?