** **
বাতাসে প্রেমের ঘ্রাণ , নক্ষত্রেরা জেগে থাকে-
চারদিকে দোল খাওয়া ফসলের মত
খুঁজে যারা সফলতা পৃথিবীর বুকে ,
হে আকাশ ঋদ্ধ কর তোমার স্নিগ্ধ করোটে !
আমি তো তেমন না ; কুড়োই ঝড়াপাতা
খসখসে রঙহীন রোদের গরল –
হয়তো খসে পড়ে পলেস্তারা , তারা খসা রাতের আকাশে
নিয়তি যেখানে টানে- ভেসে যাই খড়কুটো সম ।
সফলতায় ভরেছে পৃথিবী ; সভ্যতার গাঢ় উন্মেষ
প্রগতির বিত্তবান ঢেউ নেচে যায় অতলন্ত ধরাময়
সমতল – ভূতলে । সুখের টাওয়ার উঠে গগন ভেদিয়া
আমি তো দুর্বৃত্ত হেন ,অবোধ মেইল স্টোন এক- থাকি প্রতিক্ষায় ।
কাঁদাও মানুষ যত –পৃথিবী আমায়
ঢেউভাঙ্গা জলের মিছিলে ;
উলুবনে ছড়াবে কি মুক্তা –
মুক্তাই যখন উলুর স্তুপ !!
আমাকে গ্রাস কর , হে নিকোষ আঁধার !
আমিও যেতে চাই মিশে , যেখানে সফলতা-
পলাতক সুখেরা থাকে আমার মতন
মায়াবী পর্দা ঠেলে নক্ষত্রেরা জেগে থাকে নিকোষ আঁধারে ......