স্বপ্নভঙ্গ ফ্যাকাসে মুখে থমকে দাঁড়ায় পৃথিবী
ধ্বংসের বধ্যভূমিতে লেজহীন বিড়ালের সে কি উন্মদনা !
এশিয়া থেকে এ্যান্টার্কটিকার তুষার গহীনে –
পুড়ে খাক হয় সভ্যতার সোনামুখ-ফসলের ভরা যৌবন ।
কোথাও প্রেম নেই ; নেই বিশ্বাসে সস্তির নিশ্বাস
চিনের মহাপ্রাচীর এক ,বরফ খন্ড বসে বুকের উপর
ফুলের মৃত্যু কফিনে ব্যবচ্ছেদ করে নিদ্রাহীন
উপোসী শেয়ালেরা .........।
পুড়ে যায় ,পুড়ে পুড়ে নিঃশেষ হয়-
এশিয়ার নদীরা ; যৌবনা প্রকৃতির মুখ
বসরার শুভ্র গোলাপ-ক্লেদময় ভগ্নডানার রোদ
মেধাহীন স্ফীত সভ্যতার অনল বর্ষণে-
পোড়া মুখে কষ্টের হাসি আঁকে পৃথিবীর স্বপ্নেরা
পোড়া ফসলের উৎকট গন্ধ ভাসে বিরস বাতাসে
ক্লেদের গ্লানী চেপে বসে বুকের গহীনে-
বিশ্বাসে অস্থির সুর ! জেগে রই নির্ঘুম –ঘুমের মোহে .........।