প্রতিক্ষার কাক হয়ে অভ্রভেদি চোখ
মুকুলে দোল খাওয়া শীতল বাতাস
রৌদ্রস্নাত মুখ ঘাসের উপর ;
আড়চোখে খুঁজে ফেরে সুখের নিবাস ।
পৃথিবীর সব রঙ ধুয়েযায় গাঢ় অন্ধকার-
কার চুল উড়ে ঐ বিমল বাতাসে ?
কী কথা তার সাথে ? কী কথা হয় –
বিকেলের নরম গন্ধ গলে গলে যায় –
ডেকে যায় জলে তার ঢেউয়ের ভাঙন
আর জাগে বুকে সেই জমানো কবিতা ;
এভাবে পৃথিবী হয়- গল্পে গল্পময় ,
কবিতার প্রজাপতি ডানা মেলা চিল –
খুব ছিল প্রেম তার ; এ কি তব প্রেম নয় -----------
পৃথিবী প্রেমময় – প্রেম হয় কবিতায় ।।