** **
হয়তো মাটির প্রেম ঝরে যাবে
জেগে র’বে সবুজ আর এইসব গ্রাম
অঘ্রানের ধানকাটা শেষ হলে পড়ে র’বে
ক্ষেত আর ধানের স্বপন ।
পাখিদের ঘরে ফেরা –সান্ধ্য বাতাসে তার গোধূলীর ঘ্রাণ
সাদা ডানা মেলে র’বে বকেরা আপন ।
হয়তো রাতের চোখ জেগে র’বে গাঢ় এক অন্ধকারে-
নুয়ে পড়া ঘাসের মুখের পরে-প্রিয়ার কাকন দ্বারে ......
হয়তো আমার দেহ নীল প্রজাপতি
থেমে যাবে পথচলা , নাড়ীর গতি ;
হয়তো দেখিবো না ,আহা - সন্ধ্যার মুখ !
মরেও জাগাবে কি – বাংলার রুপ .....................
হয়তো চলিয়া যাবো কোন এক দেশে
মাটিতেই রইব তবু – মাটি ভালবেসে ।