যে ভাঙনের সুর উচ্ছল স্মৃতি হয় হৃদয় গহীনে –
ঢেউয়ের ভাঙন লাগে সমুদ্র অতলে ,
মনের উঠোনে নাচে খলিসার ঝাঁক
লাল লাল পাখনায় অতীতের ডাক .........।
ঘননিকুঞ্জে হলুদের ডানা মেলে –আর মেলে উদাসী দুপুর
কুমারী ধানের খইসাদা শীষ ,
চালতা ফুলের মত ছায়ার সুঘ্রাণ-
কবে হবে অবসর ? নকশী কাঁথায় আঁকা বাংলার নারী ......
ঢেকি তার দুলবে কি দোলায়ে খোঁপা
ওপাড়ার খোলানে ফের পুঁথির আসর !
কেওড়া ঝোঁপের নীচে ডাহুকেরা খুঁজে নেবে প্রেম
ব্যাঙ এর ছাতার মত সহজিয়া প্রগতির নীড় !
চড়াইয়ের সাদা ডিম কুড়ে নিতে-নিতে
ডানামেলে উড়বে চিল –মেঘদের সাথে
দুর্বা ঘাসের মত পরমায়ুর কাল-
কুমড়ো ফুলের ঘ্রাণে নতুন সকাল ।।
** ১৬/৩/২০১৭**