** **
সবুজের বেনারশি পড়নে তার, অজস্র ঝালর ; অবনত মুখ
কঁচিমুখ চুমেযায় বিমুগ্ধ বাতাসের কুশি ,
রৌদ্র উত্তাপে কাঁপে কচিদেহ ।বোতাম খুলেছে তার-
হরিৎ ব্লাউজ ; পুবান হিমেল বাতাসের রেণু ।
সাদা সাদা নাকফুল , দুলে ওঠে লতানো দেহের ভাঁজ
রৌদ্রস্নাত ঘাস পাখিদের মৃদু স্পর্শে শিহোরিত হয়
আকাশে নিসীমে জাগে-জেগে রয় মুগ্ধ প্রহর
ক্লান্ত পথিকের সাথে একাকী আলাপ-একটি মধ্যবিত্ত সুখ-প্রেমের নিবাস ।
সে নারী – নদী নয় ,অবিকল স্বপ্নের জাল বুনন
পৃথিবীর স্বপ্নচারী মানুষের মুখ-
মাটির সাথে প্রেম; প্রেম তার চিরদিন
সবুজের প্রেয়সীর মত বাঁচে অবিরল ।
কোন দিন ঘাস হব –ইচ্ছেরা বুক পেতে ভরে নেবে
পাখিদের কলরবে মৃদু সমীরণ –
সন্ধ্যার অন্ধকারে ; আর সবে যাবে ঘরে
গোধূলীর সাথে নেব আঁধারের ঘ্রাণ ।।