****
ছাপ ছাপ রক্তের আস্তরণ
সবুজের ঘাসে ও বুকে,
শুকনো পাতার মত পাংশুটে প্রেয়সীর হাসি
পোয়াতি বোনের ভ্রুণ স্ফুলিঙ্গ , খুনে-বাতাসে
গ্রামের পর সাজানো সোনার গ্রাম-
ভাঙ্গা ল্যাম্পপোষ্টের ভঙ্গুর কাঁচখলা
কালবৈশাখীর তান্ডবে বিধ্বস্ত বাংলার রুপ
বুনো শুয়োরের দল হুমরি খায় মায়ের কোমল যৌবনে !
গগন ভেদিয়ে ওঠে সুতীক্ষ্ণ বলিষ্ট কন্ঠ এক,
“ যার যা আছে তা নিয়েই শক্রু মোকাবেলা কর
আঘাত হানো হানাদারের হিংস্র চোখে ‘’
সে ডাক অর্ণিবান , শক্রু ভ্রুকুটি হেরি ঘরে ঘরে দুর্গ গড়ে বাংলায় ।
রক্ত আকরে লিখে মুক্তির শ্লোগান-
কৃষাণ-চাষী,মুটে-মুজুর,আবাল-বৃদ্ধ-বণিতা
ঘরে তার বসে না’ক মন –চাষে না’ক লাঙ্গল
প্রেম নয় , নয় কবিতা লেখা ;বাংলার আকাশে শকুনের ডানা
ডাক দিয়ে যায় এক জাতির পিতা !
জেলে তার ফেলিয়ে জাল-কৃষকের লাংগল-জোয়াল
পাঠে বসে না’ক মন দামাল খোকার
মায়ের সব হারানোর তীব্র বেদনা;বোনের বৈধব্য ভাসে শিল্পির ক্যানভাসে ......।
রক্তিম প্রজাপতি উড়ে বাংলায় , আকাশে-বাতাসে
জেগে ওঠে চির বসন্ত বাংলার মাঠ-ঘাট-শহরে-নগরে
নয়মাসি সন্তান সম্ভবা মায়ের সুতীব্র বেদনার অণিবার্য অবসানে
আসে এক নতুন সকাল-প্রিয় স্বাধীনতা!লাল সবুজের রক্তিম পতাকা ।
রচনা কালঃ১২ মার্চ ২০১৭