সেই সব সফলতা স্বদেশের চাঁদমুখে
হিজলের ঘনবন-ছায়ার নিবিড়ে,
বুনোহাঁস,ডাহুকের প্রেমের নিবাসে-
পুঁথির মতই সরল রমনীরা ; সবুজের মাঠভরা ধান ।
তেলপোঁড়া মুখে নামে রাত্রির নিকোষ আঁধার
এখানে বাঁশের বন , অশত্থেরা দাঁড়ায় আপন
প্রাণের ভেতরে প্রাণ,ঢালু হয় ঝিলিমিলি সুরের সরোদ
উত্তরের বাসন্তি রঙ সেতো উৎসবে মেতে ওঠা ভাওয়াইয়ার মুখ !
শীত-বসন্ত-গ্রীষ্মে জেগে রই স্বদেশ ছায়ায়
নতমুখে ঘরে ফেরে বিকেলের বয়সি ক্লান্ত রোদ
অজস্র চুম্বণের সুখরেখা উড়ে রঙ্গীন প্রজাপতি
টুকটুকে লাল বউ শিমুল – পলাশে...............
সুহাসিনী রমণীরা ছড়ায় সুকেশ গল্পের মত ছায়া সুনিবিড় গ্রাম
উঞ্চ অভর্থনা জানায় সবুজ আর বৃক্ষেরা
রঙহীন স্বপ্নের উঠোনে ভেবে যাই-ভেবে যায় মন
বৃক্ষেরাও কি মানুষের মত-অবিকল !