টেকনাফ থেকে তেতুলিয়া-
আর ভেজামুখ ; কুমারী ধানেরা বাংলার
হঠাৎ নিস্তব্দতা ভেংগে জেগে ওঠে
পূর্বাশার আলোক খন্ড-সেতারের বিদ্রোহী সুর,

নরম সুবোধ বালক নয় , লাজুক রমনী নয়-বাংলার মুখ
চিরদিন মুখ বুজে থাকা নয় ,নত শিরে ;
ভীরু হানাদার দেখুক , জেনে যাক পৃথিবীর ইতিহাস-
শুধু প্রেম নয় ; প্রয়োজনে তীব্র শানিত এক একটি অগ্নেয়গিরি-
জাগে বাংলাদেশ-জেগে ওঠে শকুনির তীক্ষ্ণ ভ্রুকুটি হেরি ।


একটি রক্তিম সূর্য্য-রাঙ্গিয়ে দেয় বাংলার পললভূমি
টকটকে রক্ত জবা গোটা আচঁলে মায়ের
রক্ত আকরে লিখে মুক্তির শ্লোগান-
বেয়োনেটের তীব্র ফলার নীচে জেগে রয়
প্রিয়তম বোনের প্রেম,আব্রু-সম্ভ্রম
মায়ের পুত্র শোক;অগনিত আলেয়া-সুলতানার অকাল বৈধব্য.........

একটি অগ্নিঝড় -মারিয়ে যায় সোনামাখা ফসলের কঁচিমুখ,
চালকুমড়ার হলুদভ ফুল-গান তার ভুলেযায় ভোরের দোয়েল
তারামন বিবিদের লাল পাড়ে শাড়ি-
উড়ে বাংলার আকাশে ।

স্বাধীনতা ! স্বাধীনতা আমার
একটি রক্তিম সূর্য্য- আঁকে পতাকার মুখ
সদ্য পলির বুকে জেগে ওঠা এক সবুজের মোহনা
স্বাধীনতা ! স্বাধীনতা আমার স্বপ্নের সুখ বোনা ।

......রচনা কালঃ ১/৩/১৭ .........