** **
সমুদ্রের স্পর্শের সুখ সম্ভোগ
তপ্ত উনুনে ফুটে খই উঞ্চতা
এ দেশ আমার ভালবাসার উঞ্চপ্রেমিক
প্রথম শুভদৃষ্টির সলজ বিনিময় ......

  উদার আকাশের মুখ দিঘল চিঠি
   দুরু দুরু কম্পণে আঁকা ক্যানভাস
   অনিরুদ্ধ বাতাসের তীব্র দু’ঠোঁটে
   সন্ধ্যা আকাশ ছড়ায় গন্ধবিভোল।

একমুঠো অন্ধকার-প্রিয়ার কুন্তালাবেশ
সে অন্ধকার আমি ভালবাসি, ভালবাসি -
ক্ষেত আর নারীর সুনাম-
আমার দেশ ; আমার প্রেয়সির উঞ্চসোহাগ ।


জানুক পৃথিবী আর পাখির ডানা,
চিলদের বাদামি রোদে স্বপ্ন উড়োন
  নীল জোছনার খামে হোক কাহিনী
   ভালবাসি তাকে আমি ঠিক কতখানী !



রচনা কালঃঃ ২৮/২/১৭