** **
খুব ভোরে হিরন্ময় নিরবতার আয়েশি চাদর
আর জাগে প্রকৃতির যৌবনা কন্যারা ,
আমার নগ্ন জানালার ফাঁকগলে উঁকিমারে
স্বপ্নভুবনের নাতিগভীর সিমানা প্রাচীর ।
চাষে যায় অনাগত আগামীর কৃষকেরা –
নতুন আঁচলে সবিনয়ে সমার্পিত হয়
পৃথিবীর ইতিহাস ; পূর্বাশার বীজতলা ,
রোজই দেখি বর্ণিল রামধনু –
পৃথিবীর গহীনে জাগে আরেক পৃথিবী ......
শুভ্র মেঘেরডানা –আশা জাগানিয়া মুখ,
আসমুদ্র ফেনিল স্বপ্ন হাসে ঢেউয়ের নাচনে-
ভেসে যাওয়া সুখের আবেশ টানে- টেনে নেয় অজানা সুখ
সুহাসিনী যুবতির ভাঁজখোলা মোহনীয় টোল ।
হলুদ পাখির ডানায় স্বর্গীয় সুখ নাচে ,
জেগে ওঠে আড়মোরা ভেঙ্গে ; অনাগত আগামীর কৃষকেরা
আর জাগে কবি ।
নতুন পৃথিবী হাসে-কুমারী শস্যকন্যারা
যেন কবিতার প্রণোদনায় জেগে রয়-
অনাগত আগামীর বুভুক্ষী কৃষক ।