নির্ঝরের স্বপ্ন আজ কোথায় হারায়?
রাক্ষুসির করাল থাবায় ক্ষত হয় ধারিত্রীর মুখ
মানুষের মিছিলে নেই মানবীয় মুখ
নদীর গর্জন নেই; মলিন মুখে চায় নদীর গতি।
ফসলের সবুজ বুকে নেই নিসর্গের হাসি
তাজা বিষে পিষে যায় শীতল জমিন
বৃক্ষ বক্ষ উদগিরন করে মানুষের অভিশাপ,
কোথাও জোছনা নেই
নেই কবিতার উদ্ভাস।
করুণ বাস্পিত চোখে কেঁদে মরে নদী
রুপোলি মাছের দেহ নীল হয়
ভেসে ওঠে কবিতার আধপোড়া মুখ
যেন নুহের প্লাবনে ভাসে অভিশপ্ত পৃথিবী.........।