****
নীল আকাশে চাঁদটা ডাকে
জোছনা ডাকে;তারা
কার ডাকে যাই কোনদিকে ধাই
নিজেই দিশে হারা!
মুঠো মুঠো সোনা ঝড়ে
জোনাক জ্বলে বনে
চাঁপার বনে ঝিঁঝিঁ ডাকে
শব্দ নাচে মনে।
আঁধার বুকে মুখ লুকিয়ে
রাত্রি পড়ে ঘুমে
স্নিগ্ধ আলো মাঠ ধুয়ে দেয়
ঘাসের ডগা চুমে।
বাঁশ বাগানে পেঁচা ডাকে
নিঝুম গাঁয়ের বন
ঘর ছাড়তে আকাশ ডাকে
কাব্য বোনার ক্ষণ!
বাড়তে থাকে রাত্রি আপন
কাজল কালো নারী
মন থাকেনা আপন ঘরে
তাইতো অভিসারী !!