****
ফাগুন মাসের অগ্নিশিখা
বর্ণমালার মুখ
মায়ের কোলে মায়ের বোলে
কতই শান্তি সুখ!
দোয়েল কোয়েল ময়না শ্যামা
খোকা-খুকির হাসি
বাংলা মোদের মায়ের ভাষা
তাইতো ভালবাসি।
এ ভাষাতে গায়ক কবি
পাখ-পাখালি গায়
মাটির বুকে কৃষাণ চাষা
মায়ের পরশ পায়।।
বর্ণ দিয়ে স্বর্ণ গড়ি
স্বপ্ন সুখের আশ
ফেফ্রুয়ারি ঘুম ভাঙ্গানি
বাংলা ভাষার মাস।
শিমুল পলাশ রক্তজবা
রক্ত মেখে হাসে
বীর জনতা ভাঙল শেকল
মা ডাকিবার আশে।
হানাদারের বুলেট এলো
আগুন মুখো গুলি
রক্ত দিয়ে আনল খোকা
মায়ের মুখের বুলি!
বায়ান্নতে বন্যা এলো
ভাসল মায়ের বুক
৭১ এর নতুন প্রভাত
লাল সবুজের সুখ।
ফেফ্রুয়ারির একুশ তারিখ
শেখায় ভালবাসা
মিষ্টি মধুর সুবাস ছড়ায়
মোদের বাংলা ভাষা।
মায়ের ভাষা মেটায় সুধা
খোদার সেরা দান
এ ভাষাতেই কান্না হাসি
দিন করি গুজরান।