****
আমার দেশের নওল কিশোর
চির সবুজ পাতা
সামনে পানে এগিয়ে চলে
নোয়ায় না’ক মাথা।
নতুন দিনের স্বপ্ন আঁকে
নিত্য অবিরাম
শিশায় ঢালা অটল প্রাচীর
লৌহ গড়া থাম্!
বিশ্ব জয়ের সম্ভাবনা
দু’চোখে তার ভাসে
দুরাচারীর কাল বোশেখী
দীপ্ত বার মাসে।
দেশের মাটি মা যেন তার
প্রাণের চেয়েও দামী
ঘুম ভাঙ্গানি ভোরের পাখি
দেশের মুক্তিকামী ।
ঈশাণ কোণের নগ্ন বাতাস
রুখতে হানাদার
উল্কা গতির অগ্নিশিখা
আঁধার তাড়াবার!
টগবগিয়ে ছুটছে ওরা
কোন বাঁধা মানে না
বুক ফুলিয়ে সামনে এগোয়
থামতে যেন জানে না।
আমার দেশের কিশোর সোনা
আর কিশোরির দল-
বিশ্ব জয়ের নিশানবাহী
কাঁপায় পৃত্থিতল!
ঘুম ভাঙ্গানী ভোরের পাখি
নতুন দিনের গান
জাগিয়ে দেবে আধমরাদের
আর সকলের প্রাণ।।
ফুল ফসলের বিশ্বজগত
গড়বে তারা সবে
মরবে কেদে যুদ্ধ লড়াই
ন্যায়ের বিজয় হবে।
আমার দেশের নওল কিশোর
দেশ জনতার মান
তাদের তরেই হোক ইতিহাস
আর যত সন্মান।।