****
এখানে আসিও ভাই এইখানে ঠিক
ছোট্ট গাঁও খানি যেথা করে চিকচিক
আম জাম কাঁঠালের নিবিড় ছায়ায়
সুখ-দুঃখে মাখা মাখি কোমল মায়ায়।
এ গাঁয়ের পানে চাহে ও গাঁয়ের পথ
বিনে সুতোয় টানিছে যেন স্বজনের রথ,
ভোর বিহানে যেথা ডাকে সুখসারি
জেগে ওঠে প্রকৃতি আর সবুজের বাড়ি।
মাঠে মাঠে দোল খায় কৃষকের ক্ষেত
হেসে খেলে দিন যায় নেই কোন খেদ
ছোট্ট নদীটি চলে ঢেউ খেলে খেলে
ডানকিনি মাছ ধরে কৃষাণের ছেলে।
বিহানে বিরহে কাদে তারাদের মুখ
পুবে হাসে রবি মামা-লাল টুক টুক
ধান কাউনের ক্ষেতে কৃষাণের হাসি
এখানে নিখাদ সুখ পাবে রাশি রাশি।
বাঁশে ঘেরা সবুজের এই গাঁও খানি
সুখ দেবে সবুজেরা ডেকে হাতছানী,
একবার এসো যদি বলি মিছা না
পেতে দেবে বুক তার;ঠিক বিছানা।
দুপুরে ঝাঁঝাঁলো রোদ যদি পুড়ে দেয়
মায়ের স্নেহ পাবে বটের ছায়ায়,
রাখালের সুরে যেও ভুলে শত ব্যথা
জিলেপি আর গুড় মুড়ি ;নকসি কাথা।
ডাহুকের ডাকে যাবে নির্ঘুম রাত
ফুলের সুবাসে পাবে সোনালী প্রভাত
যদি আসো একবার আমাদের গাঁয়
মুঠো ভরে সুখ নিও সবুজ ছায়ায়।
খড়ের গাদার পরে বসিয়া আপন
জোনাকির ডানায় লিখ মনের স্বপন
তারা ভরা রাতে যদি জাগে উচ্ছাস
সোনা মাখা জোছনায় লিখো ইতিহাস।
একবার এসো ভাই আমাদের গাঁয়
সুখ পাবে মুঠি মুঠি সবুজ মায়ায়
মায়ের স্নেহ পাবে এইখানে ঠিক
ছায়া সুনিবিড় যেন ঠিক চারদিক।।