১
ঘন ঘোর কুয়াশার মরু আসমান
নিভু নিভু সব দ্বীন
মিটি মিটি জ্বলে সূ্য্যের আলো
যেন জোনাকির আলো ক্ষীণ।
আলোক দজালা মশাল হাতে
ডাকে খোদার আল-আমীন
আলো-আধারের খেলার মাঝে
দেবে কে সাড়া?কোন মোমিন ?
হায় !স্মরি তোমারী-
তোমারই দরাজ একীন
আলোক প্রভায় দীপ্ত হলে
কবুল করিয়া খোদার দ্বীন।।
২
পুন্যের উজ্জল প্রভা তুমি-
হে ভাগ্যবতী নারী !
শিশু দ্বীন পুর্ণপ্রাপ্ত হল
কোরবানে তোমারি ।
৩
পাহাড় সম ঐশ্বয্য সব
সুপিয়াছ দ্বীনের কড়ে
ছুটেছিলে সেদিন কেমন করিয়া
ঐ সেই হেরার গাড়ে!
পাথরের সাথে হোচট খেয়ে খেয়ে
পেয়েছ শত ব্যথা
বয়ে নিয়েছ দু’খানি রুটি
ভাবিয়া সে সাধকের কথা ।
যে মহাসাধক হেরাতে পড়িয়া
কাঁদে শুধু রাত দিন
কেমন করিয়া আধাঁর ধরাতে
বাজিবে সুখের বীন !
৪
তুমি তো সেই আলোক শিখা-
জাহানের ময়ূরী
ধন্য হয়েছো কবুলে দাওয়াত
প্রথম ইসলামী নারী ।
শত ব্যথা মাঝে দানিয়েছ সুখ
কত যে প্রবোধ,শান্তনা
তাইতো খোদার রাসুল তোমাতে
ভুলিয়াছে কত যন্ত্রনা।
হতাশার মাঝে আশার প্রেমিক
ছিলে গো তুমি তাঁর’ই
সার্থক,তোমাতে পুর্ণ হয়েছে
জন্ম শতত নারী।
৫
বিপুল ধনের ভান্ডার তোমার
আসমান সম মন
উড়িয়েছ সব দ্বীনের তরে
শুনি নোতুনের গান !
সবারে বিলিয়ে হেসেছ তুমি
করনি’ক অভিমান-
তোমার দানে পুর্ণতা পেল
মানবের অভিধান।
৬
হে মানতার ধন্য প্রতীক!
ধন্যা পুন্যা নারী
বিশ্ব আজো পঞ্চমুখে
গাহে জয় তোমারী ।।