কবি পরিচিতিঃPost20161109125243
মোঃ হাবিবুর রহমান হাবিব , পিতাঃ মোঃ আশরাফ আলী মাতাঃ রমিজা বেগম । বাংলাদেশের সর্ব উত্তরের সিমান্ত জেলা লালমণির হাটের পাটগ্রাম উপজেলার ঐতিহাসিক তিনবিঘা করিডোর খ্যাত দহগ্রামে ৫ জানুয়ারী ১৯৭৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম । সাংবাদিকতা হিসেবে কর্ম জীবন শুরু হলেও পেশায় একজন শিক্ষক। ছাত্র জীবন থেকে কবিতা লেখা শুরু যা অত্র অঞ্চলের বিভিন্ন সময়ের পত্র- সাময়িকিতে প্রকাশ হয়ে আসছে । এ ছাড়াও বেশ কয়েকটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করার সুযোগ হয় তার। যার মধ্যে উল্লেখ যোগ্য মাসিক প্রতিভা সাহিত্য পত্র (২০০৪-২০০৮) নিকেতন সাহিত্য সাময়িকি (২০০৩-২০০৬)। ২০১৬ সালে প্রকাশিত হয়েছে কবির কবিতার বই (যৌথ প্রকাশনা ) "শত মঞ্জুরী কাব্য গ্রন্থ- ৫ ও ৬"। প্রকৃতির বুক চিরে কবিতার খোঁজে পথ চলাই আনন্দ। শব্দের সাথে বসবাস আমার একান্ত বাসন ।
আলোচনাটি ৬৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৯/১১/২০১৬, ১২:৫৫ মি: