আয় চাঁদ আয় তারা
আলো মুঠি মুঠি
জোছনার রঙ মেখে
খাই লুটো পুটি।
ফুল বনে ফুল হব
সৌরভ সুবাসে-
দুনিয়াটা ভরে দেব
শুধু ভালবেসে।
সকালে শিশির কণা
ঘাসের ডগায়-
সুখ গুলো মেখে দেব
দুঃখীদের গায়।
মেঘ হয়ে ছায়া দেব
অভাগীর গায়ে-
ভালবাসার ঢেউ হব
অনাথের নায়ে।
যদি পারি আলো দেব
ঘর থেকে ঘরে-
হাসি দিয়ে দুনিয়াটা
ঠিক দেব ভরে।।
ঠিক দেব ভরে।।
**ফুলের হাসি পাখির হাসি **শিশুতোষ পান্ডু লিপি থেকে।