দুয়ার খুলে রেখেছি কবেই
তুমি আসবে বলে-
পথ চেয়ে থাকা দু’টি চোখ
এখন ঝাপছা দেখে।
কত দিন বৃষ্টি দেখিনা
দেখিনা চাঁদের পিঠে ঝরে পড়া
মুঠো মুঠো জোছনার ফুল
তুমি আসবে বলেই সতর্ক প্রহরীর মত
দাঁড়িয়ে থাকা।দু’চোখে কাজল আঁকা
প্রতিদিনের প্রতিক্ষার কাক হয়ে
দিন থেকে রাতে।
এসো দরজা খোলাই আছে
সব কিছু ঠিক ঠাক আগের মতই
নেই শুধু তুমিই-
তোমার শুন্যতায় জোছনার আলো
নিস্প্রভ প্রায়
ক্ষীণকায় জ্বলে সন্ধ্যা তারার অরনিয় আভা
আমরা এশিয়ার নারী,
শান্তির কামুকী পুরুষ
তোমাকে চাই।ইউরোপের কুমারীরা
কাশ্মিরী অস্পরী,ইরানী দুহিতা
বরণ ডালা সাজিয়ে প্রতিক্ষার দিন গুনি......
শুধু তোমাকে একান্তে পাওয়ার জন্য
অবিভাক্ত ভারত থেকে পাকিস্তান
অতপর হায়েনার কবল থেকে রক্তের সাগরে বেড়ে ওঠা ।
তোমাকে চাই আরো কাছে চাই
তোমার পরশে বিমুগ্ধ আলাপনে
সম্ভোগ সঙ্গমে
জেগে উঠবে এই মৃত্তিকার সন্তানেরা
সবুজের সংসার
এসো তবে,খোলাই তো রয়েছে দুয়ার ।
এসো খোলা রয়েছে দুয়ার-
কালের ঘোড়া ছুটছে অবিরত
ছুটে চলা বহতা নদীর মত,
ফুল হয়ে এসো পাখি হয়ে এসো
ঘ্রাণ হয়ে এসো ধানের-
তুমি এলে ফের আমরা জাগিবে
জেগে রবে হাসি
প্রাণের!!
****
পাটগ্রাম,২৯/১০/১৬ “অলক্ত করবীর কান্না”পান্ডুলিপি থেকে।