স্বপ্ন ডানার মত একাকী আকাশ
বুনে সুখ মুঠি মুঠি
শরতের কাঁশ
নিকোষ ঘন ঘাস ছড়ায়ে রেখেছে কে?
মাঠে আর বিজন প্রান্তরে-
বুনো হাঁস;সপ্নেরা ডানা মেলে ওড়ে।
ঘন আঁধারে খুঁজি প্রেয়সীর মুখ
অবেলায় কেটে যায় প্রেমের চুমুক।
জোনাকিরা জেগে রয় মোহের ঘোরে
পৃথিবীর যত রঙ;আর ভালবাসা
মাঠ আর অন্ধকারে বাধে কোন বাসা
চাঁদের স্নিগ্ধ আলো লেগে আছে
বুকে তার;প্রকৃতির সাথে আজ একাকার
উড়ে যায় নীলে এক স্বপ্ন ডানা
প্রজাপতি উড়ে চলে পথ নেই জানা।।
২৮/১০/১৬