কবে যে দেখেছি তারে নির্জণ বিকেলে
পড়নে তার সবুজের নীলপাড়ে শাড়ী
সারা দিন ঘুরে ঘুরে ক্লান্ত দেহ-
হরিৎ গাঢ় রঙের ঘাস ফড়িং এক
কুয়াশায় ভিজে ভিজে কালো দাড় কাক
জেগেছে তাহার গাছে ঢাকা এই সব গাঁও
শিশিরের ঘামে ডুবে ধুয়েছে সে পাও-
তারি খোঁজে মাঝি বহে কালের এক নাও।
কলা পাতায় টুপ টুপ রুপ ঢেলে দেয়
ঘন বাঁশবনে তার কথা শোনা যায়
কলমি ডগার মত দোলে এক কুমারীর মুখ
সারি সারি নিমগাছ আঁকে কার সুখ!
দীঘল কেশের নারী মিলেমিশে একাকার ঘন সবুজে
কবে যে দেখেছি তারে-তবু আজো মরি তারে খুঁজে।।