প্রেম
ক্ষনিকের আবেশ আনে
পোড়া সিগারেটের তুলোট ধোঁয়া
ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়
পুড়তেই হয়
তবু পুড়ে যায় !

প্রতিবিম্ব
বেতস বনে ঘুঘু নাচে
পাথর নাচে না
দেখি তবু আপন আলো
আয়না দেখি না !