একটা ঈদ চাই ভাই ঈদের মত
সবার ঘরে মিষ্টি সুখের
ঈদটা ঝরুক অবিরত,
কষ্ট গুলো শুন্যে উড়ুক
বিদায় জানাই বিষম ক্ষত।।
একটা ঈদ চাই ভাই আগের মত
সবাই হাসুক সবার তরে,
ভালোবাসার বিষ্টি নামুক
শিউলি-বকুল ফুটুক শত
হিংসেবুড়ি মরুক একাই;হাসুক ধরা শিশুর মত।।
একটা ঈদ চাই ভাই ঈদের মত
সবার ঘরে বাজুক বাঁশি
দীন-দুঃখিরা হাসুক যত
নিস্ব জনের বিশ্ব ভরুক-
ফুল-ফসলে অবিরত।।