রক্ত মাখা মেঘের ভেলায়
কোরবানীর চাঁদ খেলে
কোথায় আজ আহলে ইব্রাহীম
কোথায় রে তোর ছেলে !
জালিমের ভীত ভাংতে ধরায়
শীর চাই ফের তোর ছেলের
বাঁকা চাঁদের শিরিন হাসিন
স্মৃতি যে ইসমাইলের ।।
কোরবানী চাই কোরবানী তোর
নতুন আলোক জ্বেলে
মনের পশুকে কর জবেহ
বনের পশুকে ফেলে ।।
ঈদোজ্জোহার ত্যাগের নেশায়
বাধো আমামা ফের-
আনিতে ধরায় নতুন আবাদ
ন্যায় আর সাম্যের ।।
ঈদোজ্জোহার চাঁদ উঠিছে
ঐ আকাশের ফাঁকে
খুন চায় তোর,খুন কি দিবি
খুন দরিয়ার বাঁকে !!
কোরবানীর চাঁদ ডাক দিয়ে যায়
জাগো গোটা মিল্লাত
কোরবানী চায় কোরবানী দাও
তাড়া দ্বন্ধ,বিঃস্বাদ।
মেঘের কোলে রক্তিম আভায়
হাসে কোরবানীর নতুন চাঁদ
হিংসে- বিভেদ ভুলে যাও সবে
গড় ভুবনে নতুন আবাদ।
পৃথিবীটা হোক ফুল ফসলের
শিশুদের হাসি অনাবিল
যুদ্ধ নয়;শান্তি ফেরাতে
আসুক খোদার আবাবিল।
রক্ত মাখা মেঘের ভেলায়
কোরবানীর চাঁদ দুলে
ত্যাগের মহিমায় ভরুক পৃথিবী
হাসি খুশি , ফলে- ফুলে...।