বেদনার মেঘ কেটে একখন্ড পূর্ণিমা চাঁদ
একটি আকাশ লক্ষ তারার হাতছানি
আপন মুগ্ধতায় চেয়ে থাকি জোছনা মেয়েকে
শুভ্র পাঁপড়ি দোলে দিগ দিগন্তে-
বসরার সাজানো গোলাপের সারি সারি
দৃষ্টি প্রসারী ক্ষেত ।
এক খন্ড উম্মিলিত নিসর্গের শীতল পরশ
ছুঁয়ে যায় হৃদয়ের জানালা কপার্ট ;
অণামিকা এসো এই ক্ষণে
এই শিউলি তলায়-
বস এসে পাশে নরোম ঘাসের পাতানো বিছানায়
আজ নেই কোন পিছুটান ছলনায় পালাবার
আজ শুধুই অনন্ত অবসর ;
হাতে রেখে হাত চোঁখে রেখে চোঁখ
অফুরান অধিকার ভালবাসিবার
কাজলে লুকানো চোঁখে-
এক বুক ভালবাসার আকাশকে দেখিবার!
পথ থেকে পথে
শহুরে গলি থেকে গলিতে
বাঁকা সরু চাঁদের মত অস্তমিত
আমার প্রতিটি মুহুর্ত কাটে তোমায় খুঁজে
হারানো বিজ্ঞপ্তির পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে দেয়াল
ছেয়েছে আমারও মনের জমিন
বদ্ধ উদ্মাদ কষ্টের কুহেলিকায় ;
শাওয়ারে এলিয়ে মাথা
শীতল মুগদ্ধতায় জেগে ওঠে তণু মন
ফেনিল সাবানে ভাসে মায়াবি সেই মুখ
অনন্ত কালের সুখে জড়িয়ে থাকার স্বপ্ন সাধ
যেন যুবক পেয়েছে আজ হারানো সে সুখ
যুবতি পেয়েছে তার স্বপ্ন যুবক!!
অণামিকা!আকাশের নিঃসীম বুক
জোনাকির ডানায় আঁকা তোমার দু’চোঁখ
সেই চোঁখে আমি দেখি রাত্রির রুপ
সেভেন সিস্টার আর মায়াবি আলোক
আলোকিত বাঁশবন ,কদমের ফুল
সাদা সাদা কাঁশফুলে ভরেছে দু’কুল
ফিরে এসো একবার মেঠো আলপথে
ফুল ফোটা পাখি ডাকা নির্ঘুম রাতে ।।