স্বাধীনতা এক রক্তে কেনা নাম
মুক্তি পাগল মানুষের সংগ্রাম
কামার কুমার জেলে-মুজুর চাষা,
শোষিত প্রাণের বাঁচার মনের আশা।
স্বাধীনতা এক রক্ত জমাট নদী
যে নদী বহে অম্লান নিরবধি
মায়ের বুকে;বোনের চোখের জল
মুক্ত পাগল মুক্তি সেনার দল।।
স্বাধীনতা এক রক্তে কেনা নাম
শোষন ,ত্রাসের ,জালিমের অবসান,
মুক্ত পাখিদের ডানা মেলা অবিরাম
দ্রোহের আগুন ছড়াবার সংগ্রাম।
স্বাধীনতা এক সবুজের পতাকা
শত শহীদের রক্ত আকরে লেখা
শোষন ত্রাসের কন্ঠ ঠেকাতে মিছিল
স্বাধীনতা এক বিজয়ের ইতিহাস
সবুজ মাঠে কৃষাণির উল্লাস!
স্বাধীনতা এক মুক্তির সংগ্রাম
রক্ত যমুনায় পালতোলা এক নাও
অনেক রক্তের বিনিময় তার দাম
চলছে বহিয়া অবিচল অবিরাম।।