স্বপ্নগুলো হারিয়ে গেছে
তেপান্তরের মাঠে,
স্মৃতিরা সব মন পুকুরে
নিতুই সাঁতার কাটে ।
খেলার সাথীরা কোথায় আছে
জানিনা তো আজ,
মুন্নিটা কি এখনো ধরে
ঝুমুর ঝুমুর নাচ !
সেই দিনের সেই স্মৃতিটা
এখনো মনে বাধে-
বকুল মালা সাজিয়ে সে
এখনো কি তাই কাদে ?
কেঁদেছিলে সে দিন তুমি
আজকে আমি কাঁদি
স্মৃতির হিরোক কাঠি দিয়ে
স্বপ্নতে বুক বাধি।।