উড়ছে সময় কালের ঘুড়ি
স্বপ্ন নামের পাখি
চাঁদের বাড়ী জোছনা মেয়েকে
হাত বাড়িয়ে ডাকি,
দোলনচাঁপা হাসনা হেনার-
বন পেরিয়ে মাঠ
গুনটানা ঐ নাওয়ের সারি
সুজন মাঝির ঘাট।
রাত পেরিয়ে সু্য্য হাসে
লাল শাড়িখান পড়ে
দিনের পরে মাস চলে যায়
শতাব্দীটার ঘরে
জীবন নামের রঙ্গীন ঘুড়ি
উড়ছে দিবা নিশি
মানব জমীন এমনি চাষে-
ফলায় নতুন কৃষি।
নিত্য নতুন স্বপ্ন আঁকে
ঐ ঘুড়িটার পাখায়
ভাটির টানে দিন চলে যায়
জীবন ঘড়ির কাটায়।
উড়ছে ঘুড়ি শুন্যপানে
আকাশ চুমির আশ;
লাটাই সুতোয় টানলে ঘুড়ির
জীবন হবে নাশ।
মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে
পাহাড় তলির বাঁকে
তবুও ঘুড়ি সারাটা দিন
বুক ফুলিয়ে থাকে।
ছলছলানে ঢেউয়ের নাচন
জীবন নদীর বুকে
স্বপ্নঘুড়ি স্বপ্ন আঁকে
নতুন দিনের সুখে।
এই ঘুড়িটা উড়তে জানে
থামতে যেন জানে না
রঙ্গীন ঘুড়ি ভাঙ্গে গড়ে
শাসন বারণ মানেনা।
মানব ঘুড়ি উড়ছে সদা
কালের ডানায় ভেসে
লাটাই সুতোয় টান পড়লে
নামবে অবশেষে।।