ভয়কি তোমার বঙ্গ জননী আসমান ভরা মেঘে
বীর বাঙ্গালী ১৬কোটি সন্তান আমরা রয়েছি জেগে,
রক্ত পিপাসু হায়েনার দল কিই বা শক্তিমান
তোমার সভ্রম রক্ষিতে জেগেছি আমরা লক্ষ প্রাণ।
বাঙ্গালী নয় ভীরু কাপুরুষ শীর করে না’ক নত
শান্তি ভ্রাতৃ সাম্যে আমরা লৌহ প্রাচীর শত!
মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান সকলে ভাই ভাই-
দেশের জন্য জীবন দিতে মোদের তুলনা নাই ।
রক্ত আকরে লিখে যাই মোরা মুক্তির শ্লোগান
রক্ত সাগরে পারি দিই মোরা রাখিতে মায়ের মান,
আমরা গড়ি ফুলে ফসলে আগামীর সংসার
শক্রুমুক্ত মায়ের বক্ষ;ভয়ে মরে দুরাচার !
এ দেশের কোমল বক্ষে ঘুমায় লক্ষ মুক্তিসেনা
এদেশ আমার এ দেশ তোমার রক্তের দামে কেনা
লাল সবুজের পতাকায় উড়ে বীর জনতার মুখ-
আমরা জেগেছি বঙ্গ জননী তোমার কিসের দুঃখ ।
ভয়কি তোমার বঙ্গ জননী অসময়ের কালো মেঘে
শক্রুসেনার ভ্রুকুটি হেরিয়া আমরা রয়েছি জেগে,
এ দেশ মায়ের মমতায় মাখা পবিত্র আমানত
বক্ষ পাতিয়া রাখিব মোরা দেশ মাতার ইজ্জত ।।
পাটগ্রামঃ২৯/৭/২০১৬ইং