ঝম ঝমাঝম বৃষ্টি পড়ে
সকাল দুপুর সন্ধ্যা
ময়রা মুদি ঝিমায় বসে
বেচা কেনায় মন্দা ।
টিনের চালে বৃষ্টি নাচে
ঝিলে ডাকে ব্যাঙ
কানি বগি শিকার খোঁজে
ডুবিয়ে জলে ঠ্যাঙ।
বিজলি নামের মিষ্টি মেয়ে
মুচকি হেসে যায়
সূয্যিমামা মেঘের কোলে
সুখের নিদ্রা যায়।
টাপুর টুপুর বৃষ্টি ঝরে
ভরিয়ে নদী খাল
ভরাট নদীর ঢেউ নাচে
আর নাচে জেলের জাল।
বৃষ্টি ঝরে গাছের ডালে
কদম কেয়া ফুটে
রঙ্গীন ছাতায় ঘর ছেড়ে যায়
জেলে চাষা মুটে ।
রিমঝিমিয়ে বর্ষা আসে
জাগে সবুজ পাতা
মেঘ ছুটে যায় স্বর্গপানে
ভরতে ঋণের খাতা ।
সকাল দুপুর বৃষ্টি নামে
বানে ভাসে দেশ
ছল ছলিয়ে বইছে নদী
নারীর দিঘল কেশ।
বর্ষা এলো বর্ষা এলো
ফুল ফসলের দেশে
মেঘের কোলে মেঘ ছুটেছে
হাওয়ায় ভেসে ভেসে ।।