চারদিক নিস্তব্দ ; ঘন আঁধারে ঢেকে রয় পৃথিবীর বুক
ঘরে ফেরা পাখিরা করে সন্ধ্যার আয়োজন
নীরবে লুকায় মুখ নরম ঘাসের শরীর
বাঁশবনে থেকে থেকে ডেকে ওঠে রাতজাগা পাখি-
ঝিঁঝিঁ আর জোনাকিরা জেগে রয় কিসের মোহে!
আকাশে তারার হাট ; অগনন টিমটিমে বাতি
কলাপাতায় ঝরে পড়ে একমুঠো আলোর ঝিলিক
চুপি চুপি মুগ্ধতার প্রেমের লিরিক ।।
এসো অভিমানী এসো আরো কাছে-
সাঁঝের মায়ায় দাও আঁচল পেতে
একমুঠো অন্ধকার,অফুরাণ অবসর
আসছে দুচোখ ভরে আকাশ দেখিবার
পৃথিবীর সব পাখি সব মাঠ অন্ধকারে একাকার-
ঘাসেঢাকা এইসব মাঠ আজ স্মৃতি হবে-আমাদের দুজনের চোখে চোখ রাখিবার।