ঈদ এসেছিল আমারও চিলেকোটায়
জানালার ফাঁক গলে,আধারের মসৃণ দেহে
এসেছিল চুপে চুপে একমুঠো জোছনা হয়ে
আবাল্য দেখে আসা পথশিশুদের-
জীবনের প্রথম দেখা নোতুন ঈদের চাঁদ,
দেখেছি তাহাকে একটি ঈদের প্রতিক্ষায়
হাজারো বিলাসী মুখের ভীড়ে-
একটি নতুন জামার খোঁজে দুঃখীনি মায়ের নিরুত্তাপ মুখ
ঈদ এসেছিল আমারও কুঁড়েঘরে
আষাঢ়ের অবিরাম ঝরে পড়া মেঘের চোখের জল
এসেছিল শহুরে শপিংমলের উপচে পড়া ভীরে-
একমুঠো সেমাই চিনির মোহে পথ থেকে পথে
আলীমুদ্দিন অলিয়ারদের নিরন্তর ছুটে চলা-বিরতিহীন ট্রেন
অমিত সম্ভাবনার মোহে ঈদকে বলিলাম-ধন্যবাদ আবার আসবেন।
পাটগ্রাম,৭/৭/২০১৬খ্রীঃ