(বাংলার সকল শিশুকে ঈদ শুভেচ্ছা সহ)
খিল খিলিয়ে ঝরুক সকল
ফুলের সুবাস-গন্ধ
উড়ুক মেঘের ভেলায় ভেসে
বিভেদ নামের দন্দ্ব !
ফুল পাখিদের হাসির পরশ
স্নিগ্ধ করুক জগতটা
বাকির খাতা শুন্য থাকুক-
নাও বুঝিয়ে নগদ যা ।
প্রজাপতির ডানায় উড়ুক
দীন-দুঃখীদের স্বপ্ন সুখ
রোঁদ ঝলমল সকাল আনুক
হাসি খুশি শিশুর মুখ।
মৃত্যুপুরীর ধ্বংস নামুক
যুদ্ধ নামের ধবংস বীণ
হিম শীতল এক বৃষ্টি নামুক
নাচুক শিশু তাধীন ধীন ।
বক পাখিদের শুভ্র ডানায়
উড়ুক শান্তি,স্বপ্ন-সাধ
মরুক ওরা মাথা ঠুকে-
ভ্রান্ত নামের জঙ্গিবাদ !
হাসি-খুশি চাঁদের আলোয়
ভরে উঠুক পৃথ্বী তল
বেড়ে উঠুক শিশু সোনা
স্বপ্নচারী যাত্রীদল !
রঙ্গীন আলোয় মাখা মাখী
বিশ্ব সভার পক্ষিকুল-
শিশুর চোখে ঝড়ুক সোনা,
মণি মুক্তা মোতির ফুল ।।
শিশুর হাসি স্নিগ্ধ করুক
সকল আলোক রেখা
তার নামেতেই হোক না সফল
ইতিহাসটা লেখা ।।