এসো কাগজের নৌকো ভাসাই
যেখানে নদীস্রোত বয়ে চলে অবিরত
সবুজ ঘাসের বুকে প্রেমের কুসুম ফোঁটাই
স্নিগ্ধ জোছনার মেয়ে চাঁদের মত ।
আষাঢ় মেঘের ভেলা কদমের ফুল
চাতক প্রেমিক যেন নদী দুই কূল
এসো যেদিকে দু’চোখ যায় নিজকে ফুড়াই
নানা রঙ প্রজাপতি বৃষ্টি কুড়াই ।
একঝাক সাদা বক ; ডানা রঙিন
শোভা করে কৃষকের চাষের জমিন
এখানে আশার মেঘ ভাসে আষাঢ়ে-
চুমে যায় প্রকৃতি আলো-আধারে,
দুধ সাদা জল পড়ে বাংলার বুকে
ধানসিঁড়ি মধুমতি দুলে ওঠে সুখে ।।