একদিন ডেকেছিল আম জাম কাঁঠালের ছায়া
অগনন সবুজ মাঠ ধানে ভরভর-
ঢলে পড়া বিকেলের অফুরান অবসর
ছাইতন বটদের টসটসে পাকা শাস
ঘরে ফেরা পাখিদের মৃদু কলরব;
প্রজাপতি ঘাস ফড়িং,উড়ে আসা সাদা বক
সবুজ ঘাগরা পড়া কঙ্কাবতি হাসে ফিক ফিক
চুমে যায় বুকে তার সুলভ প্রেমিক ।
নেই বক ছাইতন বটদের বিরল দেহ
মাঠ নেই সাদা বক ; সবুজের রঙ
নেই অফুরান অবসর আকাশ দেখার
রাতজাগা পাখিদের হাভাতি সংসার-
লজ্জাবতির মত নুয়ে পড়া বিকেলের মুখ
কার মায়া ডেকে যায়?হারানো কি সেই সব সুখ !