এক দিন জেগে ওঠে এই সব মাঠ
শিশিরের ডানা ভেঙ্গে-রোদের শরীর
আষাঢ়ের সমুদ্র মেঘ ভালবেসে বাঁধে এক নীড়
চুমে যায় অবিরত সবুজের বুক অবিরল-
দুলে ওঠে একখন্ড জলের দেহ;
নরম ঘাসের ডগায় কাদাখোঁচা খুঁজে কার প্রেমের পরশ !
চোখের মলাটে তার আঁকা এক প্রেয়সীর মুখ
ঢেউ খেলে কচি জল-ফিরে পাওয়া প্রেমিকার সুখ ।
এই সব ভাল লাগা ভিজে রয়; এই সব মাঠ আর জল
শ্রাবণের মেঘ ফুঁড়ে উড়ে আসে-বৃষ্টির দল ।
কলমির শাখে হাসে,স্বপ্ন ফসল-
কাস্তে-লাংগল এক কৃষকের পাঠ,
খুলে দেয় এক বুক আশার কপার্ট
প্রেমে তার জেগে ওঠে-এই সব মাঠ ।।