বালিকা তোমার হরিণী দু চোখ
বাস্পিত নদী এক সপ্ন ভুবন
কোমল বাতাসে দোলে বরফের ঢেউ
যত রুপ রঙ ঐ চোখের তারায় ;
ষোল কলায় পুর্ণ এক সবুজ ভূমি
ঝরে সুখ সপ্ন সাধ মেঘের ডানায় ।
কুড়াতে এক মুঠো স্বপ্ন বিভাস
হাঁটিতেছি পৃথিবীর পথ থেকে পথে
চুমে তব যত রুপ পৃথিবী আপন
কমনীয় মমতায় স্নিগ্ধ শীতল
দু ঠোটে জেগে ওঠে সমুদ্র অতল ......।
সুহাসিনী নারী এক ডাকিতেছে ক্ষণ
না বলা যত কথা যত আলাপন
ঝরে তার ইশারায় চোখের স্বপন ।।