- মোঃহাবিবুর রহমান হাবিব
আমাকে এখানে টানে নিঃসীম আকাশ
নিভে যাওয়া সুর্যটা বিকেলের গায়
মাটির সোদা গন্ধ ,বুড়ো বটগাছ
অন্ধকারে মুখ ঢাকা মেঠো আল পথ
ঝিমে পড়া ছাইতন ,জারুল অশোক ।
আমাকে এখানে ডাকে মাটি ঘুঘু পাতিহাঁস
পলিমাখা চর খানী থোকা থোকা ফোটা কাশ
পুর্নিমা চাঁদ বুকে দুরের আকাশ ।
সোনালী খড়ের গাদা,পাখিদের কলরব
পৌষের পিঠা পুলি ;বৌশাখী উতসব
মুঠো মুঠো মোয়া মুড়ি জিলেপি ভাঁজা
হাতছানী দিয়ে ডাকে তীলের খাজা
আমাকে এখানে ডাকে নদী ও নারী
রাত ডাকে চাঁদ ডাকে
জোঁনাকির বাড়ী ।
আমাকে এখানে টানে মাছরাঙ্গা ডুব
কুমারি ধানের ক্ষেত বাংলার রুপ
আমাকে এখানে ডাকে মানুষে মানুষ
ঘাসফুলে পটে আঁকা রঙ্গীন ফানুস ।
জোছনার টল মল রাশি রাশি জল
বেল,তাল,তরমুজ ,লিচু -পানিয়াল
লাজুক গাঁয়ের বধু কদমের ফুল
গায়ে মাখে রঙ যত পলাশ-শিমুল ।
আমাকে এখানে ডাকে হারানো সে দিন
মায়ের বকুনি আর ধানের জমিন
এভাবেই হেটে চলা দিন প্রতিদিন
চাঁদ দেখা তারা গোনা ,স্বপ্ন রঙ্গীন ।।