** **
পৃথিবী চলেছে ভেসে কোন এক মেঘের মত
শরতের আকাশে তার সাদা সাদা কাশ ;
একখন্ড অন্ধকার আসে ঠিক শিয়রে আমার
আলো-আঁধারের মাঝে ভেসে ওঠে-
বিক্ষিপ্ত বিষম ব্যাথার এক ক্ষত ।
অথচ ; সন্ধ্যার আলো ছিল
তারাদের হাসি ছিল
ফুলের সৌরভ ছিল,
আকাশ আর মেঘ ছিল পরস্পর !
তোমার স্মৃতিরা ছিল-
রাতজাগা পাখি ছিল,
পৃথিবীর রঙ ছিল আমার যাতনার মত
নীল রঙ নীলে সহোদর ।
প্রেমের ভেতরে প্রেম ছিল মাখা-মাখি
তোমার ভেতরে সুখ লুকে ছিল-অস্ফুট আমার ।